ইঁদুর খাচ্ছে গাঁজা

ইঁদুর খাচ্ছে গাঁজা
হিউস্টন পুলিশ ও নগর কর্মকর্তারা সাধারণত মাদক জব্দ করার পর তা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে মজুত রাখেন। তবে সম্প্রতি, তাদের মাদক মজুত করার লকার খোলার পর দেখা যায়, পুরো লকার তছনছ হয়ে রয়েছে। পুলিশের দাবি, এটি কোনো মানুষের কাজ নয়, বরং ইঁদুরের একটি দল মাদক খেয়েছে এবং লকারে মজুত অন্য প্রমাণও নষ্ট করেছে। হিউস্টন নগরের মেয়র জন উইটমায়ার জানান, প্রায় চার লাখ পাউন্ড গাঁজা ইঁদুররা খেয়েছে, আর অন্যান্য প্রমাণও নষ্ট হয়েছে। এ ঘটনায় ইঁদুরের উৎপাত কমানোর জন্য একটি নতুন উদ্যোগের ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ২০১৫ সালের আগে মজুত করা প্রমাণগুলো নষ্ট করা হবে, এবং মজুত প্রমাণের সংখ্যা এত বেশি যে, সেগুলোর আর প্রয়োজন নেই। হিউস্টন ফরেনসিক সায়েন্স সেন্টারের প্রধান পিটার স্টুটও জানান, অতিরিক্ত মাদক মজুত রাখা অন্যান্য প্রমাণের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়তে পারে।